আসসালামু আলাইকুম।

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,আগামী ১০ই রমাদান রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়াম এ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রিন্সিপাল স্যার এর সার্বিক তত্ত্বাবধানে “বিপরীত উচ্চারণ সাহিত্য সংস্কৃতিক সংসদের” সহযোগিতায় রামেকিয়ান শিক্ষার্থীদের জন্য কোরআন ফেস্ট ও গণ ইফতার এর আয়োজন করা হয়েছে।
♦️কর্মসূচি :
১/কোরআনের অর্থ প্রতিযোগিতা (২৯-৩০ তম পারা)।
২/গণ ইফতার।
৩/রামেকিয়ান হাফেজে কোরআন সংবর্ধনা ।
৪/পুরস্কার বিতরণী অনুষ্ঠান
৫/ক্বারীর তেলওয়াত
৬/সংক্ষিপ্ত দারসুল কোরআন

♦️আমন্ত্রিত অতিথি:
প্রফেসর মাওলানা আবুল কালাম আজাদ।
হাফেজ ও ক্বারী, প্রেসিডেন্ট, বাংলাদেশ মজলিসুল মোফাসসিরিন পরিষদ,রাজশাহী ।

♦️সভাপতি: প্রফেসর ডা.খন্দকার মো. ফয়সল আলম।
অধ্যক্ষ,রাজশাহী মেডিকেল কলেজ।

♦️কোরআন অর্থ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন লিংক: rmcinsider.com/quran-fest/

🛑বিশেষ দ্রষ্টব্য: কোরআন অর্থ প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন যারা করবেন/করেছেন,তাদের ইফতারির জন্য পৃথক ভাবে রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই।

 

*ছেলে/মেয়ে সকলের জন্য উন্মুক্ত 

রেজিস্ট্রেশন ক্লোজড !

25 thoughts on “Quran fest and iftar”

  1. Ajke iftar er jonno onek onek sukria, alhamdulillah.Food quality was good, quantity ektu improve korle r o better hobe I think.

  2. ” পিপাসা দূর হলো,শিরা উপশিরা সিক্ত‌ হলো এবং আল্লাহ যদি চান সওয়াব ও স্থির হলো”
    মিশকাত

  3. It will being an outstanding event. May Allah give us this opportunity every year.InshaAllah✨

  4. এসব কালচারের মাধ্যমে রমযানের একচুয়াল ভাইব আসছে। মাশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *