
আসসালামু আলাইকুম।
পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমাদান উপলক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে “বিপরীত উচ্চারণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ” এর সহযোগিতায় ‘কোরআন ফেস্ট’ এর আয়োজন করা হয়েছে।
“তবে কি তারা কুরআন নিয়ে গভীর চিন্তা- ভাবনা করে না? নাকি তাদের হৃদয়গুলি তালাবদ্ধ?’’
(সূরা মুহাম্মদ:২৭)
কর্মসূচি:
কোরআন অর্থ প্রতিযোগিতা।
রামেকিয়ান হাফেজে কোরআন সংবর্ধনা।
প্রতিযোগিতার সময়: ১০ই রমাদান,বিকাল: ৩.০০টায়।
প্রতিযোগিতার সিলেবাস: আল কুরআন- ২৯ ও ৩০তম পারা।
প্রতিযোগিতার স্থান: পরবর্তীতে জানানো হবে।
প্রশ্নের ধরন: জ্ঞানমূলক প্রশ্ন ও MCQ।
মানবন্টন: জ্ঞানমূলক-২৫,MCQ-২৫
পুরস্কার:
১ম স্থান: পাঁচ হাজার টাকা।
২য় স্থান: চার হাজার টাকা
৩য় স্থান: তিন হাজার টাকা
৪র্থ স্থান: দুই হাজার পাঁচশত টাকা।
৫ম স্থান: দুই হাজার টাকা।
৬ষ্ঠ-১০ম স্থান: এক হাজার টাকা
১১-২০তম স্থান: সীরাতে ইবনে হিশাম গ্রন্থ।
বিশেষ দ্রষ্টব্য:
১। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই পৃথকভাবে প্রথম ২০ জন করে মোট ৪০ জনকে পুরস্কৃত করা হবে।
২। পুরস্কার প্রদানের তারিখ পরবর্তীতে জানানো হবে।
৩। প্রত্যেক শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।